Free YouTube Premium

 



ইউটিউব প্রিমিয়ামের সুবিধা

ইউটিউব প্রিমিয়াম ব্যবহারে আপনি বেশ কিছু বাড়তি সুবিধা উপভোগ করতে পারবেন যা আপনার ইউটিউব ব্যবহারকে সহজ ও সমৃদ্ধ করবে। এসব সুবিধা আপনি সাধারণ অ্যাকাউন্টে পাবেন না।

আপনার জিমেইল Submit করে প্রিমিয়াম নিয়ে নিন
scroll down
অ্যাড ছাড়া ভিডিও দেখা

নিয়মিত ইউটিউব দেখে থাকলে ইউটিউবে অ্যাড সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকার কথা। তবে এই অ্যাডের আয়ের মাধ্যমেই ইউটিউব ইউটিউবারদের পেমেন্ট করে থাকে। প্রিমিয়াম প্ল্যান কিনলে পিসি, মোবাইল, টিভি বা যেখানেই ইউটিউব দেখুন না কেন আপনার অ্যাকাউন্টে লগইন করে নিলেই অ্যাড ছাড়া ইউটিউব দেখতে পারবেন।

তবে ভিডিওর মধ্যে কনটেন্ট ক্রিয়েটরদের বিভিন্ন ব্র্যান্ডিং ও অ্যাড দেখতে পাবেন যেহেতু এগুলো ভিডিওর অংশ। ইউটিউবাররা এর মাধ্যমে আয় করে থাকেন। তাই তাদের ফ্রি কনটেন্টের জন্য এটুকু মেনে নিতে হবে। তবে ইউটিউব থেকে যেসব অ্যাড দেয়া হয়; সেটা হোক অ্যাড বা ব্যানার, সেগুলো আসবেনা।

ভিডিও ডাউনলোড               

প্রিমিয়াম ইউটিউবের অন্যতম একটি সুবিধা আপনি অফলাইনে ভিডিও দেখার জন্য ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন ইউটিউব অ্যাপের মধ্যেই। ইউটিউব মিউজিক অ্যাপের মধ্যে আপনি চাইলে আপনার প্রিয় গানগুলো ডাউনলোড করে রাখতে পারেন। স্মার্ট ডাউনলোড ফিচারের মাধ্যমে আপনার শোনা গানগুলো একাই ডাউনলোড হয়ে থাকবে। এসবই ইউটিউব প্রিমিয়াম থাকলে অ্যাপের মধ্যেই অপশনে পেয়ে যাবেন। তবে ফ্রি ইউটিউব একাউন্টেও এর কিছু সুবিধা পেতে পারেন।

ব্যাকগ্রাউন্ড প্লে

স্মার্টফোনে ইউটিউব অ্যাপ ব্যবহার করে থাকলে জানেন যে সাধারণ ফ্রি ইউটিউবে স্ক্রিন বন্ধ করে দিলে ভিডিও বন্ধ হয়ে যায়। ফলে ইউটিউবের মাধ্যমে সাধারণ অ্যাপের মতো গান শোনা সম্ভব হয় না। ডিসপ্লে চালু থাকলেই শুধু ইউটিউব ভিডিও প্লে করে। তবে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে সকল ভিডিও বা মিউজিক প্লে করতে পারবেন। এজন্য আপনার দরকার হবে ইউটিউব প্রিমিয়াম। এর মাধ্যমে আপনি ইউটিউবকে আপনার গানগুলো সহজেই স্ট্রিম করে উপভোগ করার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারবেন। যে কোনো ভিডিও স্ক্রিন লক রেখেই শুধু অডিও হিসেবে শুনতে পারবেন। এটি বেশ কাজের একটি ফিচার যা শুধু ইউটিউব প্রিমিয়ামের মাধ্যমে পাওয়া যায়।

ইউটিউব মিউজিক প্রিমিয়াম

প্রিমিয়াম ইউটিউবের আরেকটি সার্ভিস যার মাধ্যমে সহজেই গান শোনা যায়। স্পটিফাইয়ের মতো এটিও একটি মিউজিক স্ট্রিমিং অ্যাপ যা আলাদা সাবস্ক্রিপশন দিয়ে থাকে। তবে ইউটিউব প্রিমিয়ামের সাথে এই অ্যাপের সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাবেন। এই অ্যাপ হতে আপনি সহজেই গান শোনার জন্য কিছু বাড়তি ফিচার পাবেন। যেমন এই অ্যাপ আপনাকে শুধু অডিও মোডে ভিডিও লোড না করেই গান শুনতে দেবে। এতে আপনার ডাটা ও ফোনের চার্জের ব্যবহার কমে আসবে। এছাড়া গান ডাউনলোড করে রাখার সুবিধাও দেয়। ইউটিউব প্রিমিয়ামের সঙ্গে তাই এই অ্যাপ আপনাকে গান শোনার ক্ষেত্রে বেশ সুবিধা এনে দেবে।

আপনার জিমেইল Submit করে প্রিমিয়াম নিয়ে নিন

কন্টিনিউ ওয়াচিং

আপনি কোনো ভিডিও দেখতে দেখতেই হঠাৎ কোনো কাজে ভিডিও বন্ধ করে চলে গেলেন। পরবর্তীতে ভিডিওটি আবার দেখতে চাইলে আপনাকে ঐ ভিডিওর প্রথম থেকে পুনরায় টেনে আগের অবস্থানে এনে দেখতে হয়। তবে আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে যে কোনো ভিডিওর মাঝপথে থেমে গেলেও সেখান থেকেই আবার দেখা শুরু করার সুবিধা পাবেন। ফলে আপনাকে কষ্ট করে মনে করতে হবে না যে আপনি ভিডিওর কোথায় থেমেছিলেন। এই সুবিধা ব্রাউজারের মাধ্যমে ফ্রিতে পাওয়া গেলেও মোবাইল অ্যাপ হতে এই সুবিধা পেতে চাইলে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের দরকার হবে।

লিসেনিং কন্ট্রোল ফিচারের মাধ্যমে ইচ্ছামতো ভিডিও দেখা

ইউটিউব প্রিমিয়ামের বিশেষ ফিচার লিসেনিং কন্ট্রোল। এই ফিচারের মাধ্যমে কোনো ভিডিও আপনি চাইলে দ্রুত চালাতে পারেন, পরের ভিডিওতে সহজে চলে যেতে পারেন বা নিজের ইচ্ছামতো ভিডিও টেনে নিতে পারেন। এই সুবিধা শুধুমাত্র প্রিমিয়াম ফিচার হিসেবেই দিয়ে থাকে ইউটিউব। শুধুমাত্র স্মার্টফোন ও ট্যাবলেটের জন্যই এই সুবিধা আছে আপাতত। পিসিতে এখনও এই সুবিধা দিচ্ছে না ইউটিউব।

পিকচার ইন পিকচার (পিপ)

পিকচার ইন পিকচার খুবই কাজের একটি ফিচার যা বিভিন্ন প্লেয়ার অ্যাপে থাকে। এই ফিচারের মাধ্যমে ভিডিও ফ্রেম ছোট হয়ে ডিসপ্লের কোনো এক অবস্থানে থেকে সহজেই আপনাকে অন্য কাজ করতে দেয়। ফলে যারা মালটিটাস্কিং করে থাকেন তাদের জন্য এটি খুব দরকারী। স্মার্টফোনে এই ফিচারটি ইউটিউব অ্যাপে পেতে হলে দরকার হবে ইউটিউব প্রিমিয়াম। তবে বিভিন্ন ফোনে এই ফিচার এমনি থাকলেও মিউজিক ভিডিও বা অন্যান্য আরো কিছু ভিডিওতেও এই ফিচার পেতে ইউটিউব প্রিমিয়াম দরকার হবে।

অন্যান্য সুবিধা

এছাড়াও আরো বেশ কিছু বাড়তি সুবিধা দিয়ে থাকে ইউটিউব প্রিমিয়াম। যেমন সাপোর্ট সেবা পেতে লাইভ চ্যাট সুবিধা, স্মার্ট ডিভাইসের সাথে ইন্টিগ্রেশন, গুগল মিটের মাধ্যমে এক সাথে দেখা, নতুন বিভিন্ন ফিচার আগে আগে পাওয়া ইত্যাদি। এই বিভিন্ন সেবাগুলো ছাড়াও ভবিষ্যতে আরও বিভিন্ন সেবা যুক্ত হতে পারে ইউটিউব প্রিমিয়ামের সঙ্গে।


ফ্রীতে নেওয়ার জন্য Fill out Form এ ক্লিক করুন।


 About us
We are Provid free YouTube Premium For Advertis Purposes, After one months charge 120tk for renewal.
       



Comments

Popular posts from this blog

Kacher Manush Dure Thuiya